কালকিনিতে দোকানে অগ্নীসংযোগের অভিযোগ


রিপোর্টারঃসৈয়দ সালমান হোসেন:
মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান এলাকায় ৪৪নং সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি মুদি দোকানে অগ্নীকান্ডে ৩লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আজ(শুক্রবার) গভীর রাতে এঘটনা ঘটে। তবে শত্রæতাবশত পরিকল্পিত ভাবে উক্ত দোকানে দূর্বৃত্তরা অগ্নীসংযোগ করেছে বলে ভূক্তভোগী দোকানি শহীদ খাঁর অভিযোগ। তিনি দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়ার জোড় দাবী জানায়।
জানাগেছে, দীর্ঘদিন ধরে সিডিখান গ্রামের মোসারফ খাঁয়ের ছেলে শহীদ খাঁ মুদি দোকান পরিচালনা করে সুনামের সাথে ব্যবসা করে আসছে। কিন্তু রাতে তার দোকানে আগুনের লেলিহান শিখা দেখে গ্রামবাসী আগুন নেভাতে চেষ্টা চালায়। কিন্তু ততক্ষণে দোকান ও দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা জানায় দোকানে গ্যাসের সিলিন্ডার থাকায় আগুণ নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category