

মোহাম্মদ এরশাদুল হক লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের এক মাদক কারবারীকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ এসময় তার কাছ থেকে ১০০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত মাদক পাচারকারী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ পুরাতন বিওসির কিল্লার আন্দর মোহাম্মদ জেয়াবুল হকের পুত্র মোহাম্মদ হেলাল উদ্দিন (৩৫)
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে এসআই মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার আমিরাবাদ পুরাতন বিওসির আমানত শাহ মার্কেটের নাছির অটো ইলেকট্রিক দোকানের সামনে হতে হেলাল উদ্দিনের শরীরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
আটকৃত মাদক পাচারকারীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং আজ ১৪ জুলাই সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।