

ষ্টাফ রিপোর্টার,মোঃ মতিন গাজী:
অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া এলাকার
একটি কলাবাগান থেকে তিনজনের লাশ উদ্ধার
করেছে পুলিশ। খবর পেয়ে পুলিশ
শুক্রবার সন্ধা ৭টার
তিনজনের লাশ উদ্ধার করে। উপজেলার
প্রেমবাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের
মেম্বার আবদুল হক মোল্যা জানান, যশোর
সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের
বাসিন্দা জহুরুল বিশ্বাস (৩৩)
শুক্রবার সন্ধ্যার পর বসুন্দিয়া পুলিশ
ক্যাম্পে নিজেই হাজির হয়ে জানান, তার
স্ত্রী বিথী বেগম (৩০), বড় মেয়ে
সামিয়া খাতুন (৯) ও ছোট মেয়ে
সুমাইয়া খাতুনকে (২) নিজ হাতে
শ্বাসরোধ করে হত্যা করার পর পার্শ্ববর্তী
অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া শালবনে
ফেলে রাখা হয়েছে। এ খবর জানার পর
বসুন্দিয়া ক্যাম্প পুলিশ তাকে আটক
করে অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর
করে। অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে
পৌঁছে শালবনে পড়ে থাকা তিনজনের
লাশ উদ্ধার করেছে। অভয়নগর থানার ওসি
একেএম শামীম হাসান জানান,
পারিবারিক কোনো কারণে হয়তবা পাষন্ড
স্বামী তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে
এই কলাবাগানে ফেলে রাখে। ইতোমধ্যে পুলিশের
কয়েকটি টিম বিষয়টি খতিয়ে দেখা
শুরু করেছে।