

মানিক মিয়া গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর সদর উপ জেলায় ভারত থেকে আামদানি কৃত প্যাকেটজাত হিমাইত গরুর মাংসের গায়ে নির্ধারিত মূল্য তালিকা না থাকায় মেসার্স আল হাদিউ ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৮ জুলাই) দুপুর ১২ টায় সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া।
তিনি জানান, ভারত থেকে হিমাইত গরুর মাংস আমদানি করে প্যাকেটের গায়ে নির্ধারিত মূল্য তালিকা না লাগিয়ে গাজীপুর সদর উপজেলার বিভিন্ন জায়গায় অতিরিক্ত দামে মাংস বিক্রি করছে, এমন অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে কৃষি বিপণন আইন ২০১৮ সালের ১৯(১)(চ) ধারায় মেসার্স আল হাদিউ ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের সেলস এক্সিকিউটিভ কাওছার আলম (৩৫) কে ২৫ হাজার টাকা জরিমানা করে নগদ অর্থ আদায় করা হয়।
এ সময় আর উপস্থিত ছিলেন, জেলা মার্কেটিং অফিসার মুহাম্মদ আবদুছ ছালাম, জয়দেবপুর থানা পুলিশ সহ সাংবাদিক বৃন্দ।