
পটিয়া প্রতিনিধি:
চেক প্রতারণা মামলায় পটিয়া পৌরসদরের কেজিএন স্টোর পরিচালক মো: নাছির উদ্দিন (৪৬) কে আটক করেছে পটিয়া থানা পুলিশ। গতকাল রবিবার দুপুরে পটিয়া থানার এস আই ওমর এর নেতৃত্বে একদল পুলিশ পৌরসদরে ননী সুপার মার্কেট থেকে তাকে আটক করেন। সে সাতকানিয়া থানার সোনাকানিয়া এলাকার মনির আহমদের পুত্র।
মামলা সূত্রে জানাযায়, চকরিয়া থানার অরুন কান্তি ধর নামের এক স্বর্ণ ব্যবসায়ী নিকট নাছির উদ্দিন ১০ লক্ষ টাকা হাওলাদ নেন। পরবর্তীতে স্বর্ণ ব্যবসায়ী তার কাছ থেকে উক্ত টাকা ফেরত চাহিলে সে তার নামীয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: এর হিসাব নং-০২৪৮১৩১০০০০০০১৬ এর অনুকুলে গত ৫ মার্চ ২০২১ ইং তারিখে ১০ লক্ষ টাকার একটি চেক প্রদান করেন। চেকটি গত ২৭/১০/২০২১ ইং তারিখ স্বর্ণ ব্যবসায়ী অরুণ কান্তি ধর তার নামীয় চকরিয়া শাখার ঢাকা ব্যাংক লি: উপস্থাপন করিলে ব্যাংক কর্তৃপক্ষ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: যোগযোগ করার পর গত ২৮/১০/২০২১ ইং উক্ত চেকটি ডিজঅনার করেন। এরপর উক্ত চেক সংক্রান্ত স্বর্ণ ব্যবসায়ী নাছিরের বিরুদ্ধে এডভোকেটের মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রদানের পর কক্সবাজার জেলার চকরিয়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সি.আর. মামলা নং-১৫১০/২১ দায়ের করেন। এরপ্রেক্ষিতে নাছির উদ্দিনের বিরুদ্ধে আদালত গ্রেপ্তার পরোয়ানা জারী করেন।
এ ব্যাপারে পটিয়া থানার ভারপ্রাপ্ত ওসি রাশেদুল ইসলাম জানান, চকরিয়ার নাছির উদ্দিনের বিরুদ্ধে একটি চেকের মামলায় ওয়ারেন্টে ভিত্তিতে সোমবার ১৮ জুলাই দুপুরে পটিয়া পৌর সদর ননী সুপার মার্কেট এলাকা থেকে আটক করা হয়। বিকেলে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Reporter Name 


















