

মোহাম্মদ এরশাদুল হক লোহাগাড়া (চট্টগ্রাম)প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এক রাতে গোয়াল ঘর থেকে ৩ পরিবারের ৭টি গরু চুরি হয়েছে।
১৮ জুলাই দিবাগত রাত মিনিমাম ৩ টার দিকে লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের হামেদিয়া মাদ্রাসার পাশে হাজির পাড়া ও আদর্শ পাড়ায় এসব চুরির ঘটনা ঘটে।
চোরাইকৃত গরুর মালিকরা হলেন পুটিবিলা হামেদিয়া মাদরাসা সংলগ্ন হাজির পাড়া এলাকার হাজেরা বেগম এর ২টি, মোহাম্মদ বাদশা মিয়ার ২টি, আদর্শ পাড়া এলাকার মোহাম্নদ আজিজ এর ৩টিসহ মোট ৭টি গরু চুরি হয়।
পুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মানিক চুরির ঘটনা নিশ্চিত করে বলেন, সংঘবদ্ধ চোর চক্র পুটিবিলার হাজির পাড়া ও আদর্শ পাড়া থেকে ৭টি গরু চুরি করে নিয়ে যায় গরু চুরি করে যাওয়ার সময় চোরের দলকে রাস্তায় দেখে ফেলেন গাড়ি চালক আবু তালেব এসময় গাড়ি চালক আবু তালেবকে গাছে বেধে মারধর করে পালিয়ে যায় চোরের দল। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় গরু চুরির বিষয়টি থানায় জানানো হয়েছে।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন,গরু চুরির সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন মতদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।