
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ-
পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে প্রতিপক্ষরা সন্ত্রাসী হামলা চালিয়ে বসতঘর ভাংচুর ও হামলার ঘটনা ঘটেছে। গত ১৭ জুলাই রাত সাড়ে ১১টায় ইউনিয়নের ৪নং ওয়ার্ড লাখেরা দীঘিরপাড় এলাকায় আজিজুল রহমানের বসত ঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাদী আজিজুল রহমান ও তার স্ত্রী নুর নাহার বেগম আহত হয়েছে। এ বিষয়ে আজিজুল রহমান বাদী হয়ে প্রতিপক্ষ রমজান আলী, আবদুল মান্নান মান্না, মো: তারেক, মো: বাবলু খান, মো: হাবিবকে আসামী করে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে রমজান আলী’র নেতৃত্বে একটি বাহিনী কোলাগাঁও এলাকায় অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। তাদের অপকর্মের বিষয়ে কেউ প্রতিবাদ করলে হামলা মামলার শিকার হতে হয়। তাদের এই অপকর্মে’র প্রতিবাদ করার জের ধরে গত রবিবার রাতে বাদী’র বসতঘরে দলবল নিয়ে হামলা চালিয়ে ঘরের গেইট, দরজা জানালা ভাংচুর করে প্রায় লক্ষাধিক টাকা ক্ষতিসাধন করে। তাদের এ ব্যাপারে কারণ জানতে চাইলে বাদীকে ও বাদী’র স্ত্রী নুর নাহার বেগমকে পিটিয়ে রক্তাক্ত ফুলা জখম করে বাদী আজিজুল রহমান জানান।
স্থানীয় সূত্রে জানাযায়, রমজান আলী বিরুদ্ধে এলাকায় হত্যা, চুরি, অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন জেল হাজতে থাকার পর জামিনের এসে পুনরায় সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। পুলিশ প্রশাসন নিকট তাকে তার সহযোগিদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত ওসি রাশেদুল ইসলাম জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Reporter Name 

















