

মোঃ বাবলু মল্লিক, (নড়াইল) প্রতিনিধি ঃ
নড়াইলে কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়নের শিশু ধর্ষণের চেষ্টায় মসজীদের ইমামকে গ্রেফতার করেছে নড়াগাতী থানার পুলিশ। মঙ্গলবার (১৯ জুলাই) সকালে উপজেলার জয়নগর ইউনিয়নের রামপুরা পর্ব পাড়া জামে মসজিদের ইমাম তার শয়ন কক্ষের ভিতরে তৃতীয় শ্রেণির স্কুল পড়ুয়া শিশুকে ধর্ষনের চেষ্টা করে।
স্থানীয় সূত্রে জানা যায়,
মো. হুসাইন মোল্লা গত দুই মাস আগে রামপুরা পর্ব পাড়া জামে মসজিদে ইমাম হিসাবে কর্মরত হয়। সে গোপালগঞ্জ সদর থানার সুলতানশাহী গ্রামের মোঃ ফুরকান মোল্লার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, মোঙ্গবার সকাল ৬ টার সময় ওই ছাত্রী মসজিদে আরবি পড়তে আসে। মসজিদে আরবি পড়া শেষে একা পেয়ে মসজিদের ইমাম মোঃ হুসাইন মোল্লা ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার স্থানীয়রা চলে আসে, স্থানীয়রা মোঃ হুসাইনকে ধরে থানায় খবর দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা বলেন, আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা হয়েছে। মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।