

সাইফুল্লাহ নাসির,আমতলীতে (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলীর চাওড়া ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় ঘটখালী মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে ও ত্রি -বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
চাওড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহরুজ্জামান আলমাছ খান এর সভপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপত) বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদের মিয়া।
বিষেশ অতিথি ও প্রধান বক্তা ছিলেন আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান। সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নুরুল ইসলাম মৃধা, চাওড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, হলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সহিদুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আবুল হোসেন বিশ্বাস, মো. নজরুল ইসলাম তালুকদার, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. হারুন অর রশিদ হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাষক জালাল উদ্দিন খান, উপজেলা আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মনিরুজ্জামান, সহ-দপ্তর সম্পাদক মো. কামাল আকন,আঠারগাছিয়া আওয়ামীলীগের সভাপতি মো. ছালাম মোল্লা, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার ঘরামী, প্যানেল মেয়র ও আওয়ামীলীগ নেতা মো. হাবিবুর রহমান, যুবলীগ নেতা মো. মাহবুব প্যাদা, ছাত্রলীগ সভাপতি মো. মাহবুব ইসলাম, ছাত্রলীগ সম্পাদক আবদুল্লাহ আল মামুন সবুজ, চাওড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মো. মঈন, হলদিয়া ইউনিয়নের আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য সাইফুল ইসলাম স্বপন, নিয়াজ মোর্শেদ, কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন ফরহাদ, আঠারগাছিয়া আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম খলিফা, মো. হাবিবুর রহমান, দিলশাদ পারভেজ রিপন তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সদস্য তরিকুল ইসলাম জুয়েল, কুকুয়া ইউনিয়নের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. মোতাহার, আওয়ামীলীগ নেতা সাবেক ছাত্রলীগ সভাপতি মো. গোলাম মস্তফা মুন্সি, কাউন্সিলর ও উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাদল প্যাদা, সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুস ছোবাহান লিটন, সাবেক ছাত্রলীগ সম্পাদক বদিউল আলম বাদল মুন্সি, আওয়ামীলীগ নেতা ধিরাজ কুমার বিশ্বাস, আওয়ামীলীগ সদস্য মো. ফারুক গাজী, বরগুনা জেলা যুবলীগের সহ-সভাপতি নওশের আজাদ পলাশ, কুকুয়া ইউনিয়ন আওয়ামীলীগে নেতা বীর মুক্তিযোদ্ধা গাজী দেলোয়ার হোসেন, বীরমুক্তিযোদ্ধা নাসির মৃধা, কুকুয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মুকুল মৃধা, কুকুয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন মাতুব্বর, কুকুয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কামাল বিএসসি, কুকুয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সেকান্দার আলী মাস্টার, কুকুয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল ছালাম গাজী, যুবলীগ নেতা নাজমুল হোসেনসহ উপজেলা আওয়মীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চাওড়া ইউনিয়নে আহরুজ্জামান আলমাস খান সভাপতি ও মো. শাহজাহান কবির সম্পাদক নির্বাচিত হয়েছেন।