
মোঃখোরশেদ আলম ব্যুরো প্রধান:
কুমিল্লার চৌদ্দগ্রামে আরাফাত হোসেন নামের ১ বছর বয়সী এক শিশু পুত্রকে পানিতে ফেলে হত্যা করেন মা রুকসানা আক্তার(২৪)।
মঙ্গলবার (১৯ জুলাই) আজ দুপুরে উপজেলার কাশিনগর ইউনিয়নের বারিয়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা মৃত অবস্থায় উদ্ধার করে শিশুটিকে বাড়ীতে নিয়ে আসেন।
রুকসানা ওই এলাকার আমান উল্লাহ আমানের মেয়ে। বরিশালের ইব্রাহীমের সাথে ২ বছর আগে বিয়ে হয় তার।
রুকসানার পিতা আমান উল্লাহ আমান বলেন, আমার মেয়ে মানসিক সমস্যায় ভুগছে। বিয়ে দেয়ার পর সে স্বামীর বাড়ী থেকে চলে এসেছে। এর আগেও বিভিন্ন দূর্ঘটনা ঘটিয়েছে। মানসিক চিকিৎসার জন্য বেশ কয়েকটি হসপিটালে নিয়েছি। লাভ হয় নি।
ঘটনার পর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় চৌদ্দগ্রাম থানা পুলিশ। ওসি শুভ রঞ্জন চাকমা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মা রুকসানাকে আটক করেছি। প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর হবে।

Reporter Name 

















