

মোহাম্মদ এরশাদুল হক লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে মোহাম্মদ আরমান(১৯) নামে দশম শ্রেণির এক ছাত্রকে পূর্ব শত্রুতার জের ধরে নির্জন পাহাড়ে নিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি হলেন মোহাম্মদ আমির হোসেন (৩৬) লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মোহাম্মদ আজিজুর রহমানের ছেলে ২০জুলাই বিকেলে ওই ওয়ার্ডের বায়তুশ শরফ পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে
পুলিশ।
এরআগে আখতরাবাদ কে.এ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রকে
পূর্ব শত্রুতার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১১ জুলাই সকালে বড়হাতিয়া ইউনিয়নে প্রতিপক্ষরা হত্যার উদ্দেশ্য পশ্চিমের পাহাড়ে নিয়ে যায়।
পাহাড়ে নিয়ে তাকে হত্যার উদ্দশ্যে সারা শরীর কুপিয়ে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনেরা আরমানকে আহত অবস্থায় উদ্ধার লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে চিকিৎসকরা। প্রায় ৮দিন পর চমেক হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে ভুক্তভোগী স্কুলছাত্র লোহাগাড়া থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে। মামলায় এখনো পলাতক রয়েছে আরও চার আসামি। তারা হলেন—লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আজিজুর রহমানের ছেলে ফৌজুল করিমকে (৩৩), আবদুর রহিম (৩৯) ও গুনু মিয়ার ছেলে জয়নাল আবেদীন (২৬)
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, স্কুল ছাত্রকে কোপানের ঘটনায় থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আমির হোসেন নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদেরও ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।