
শরিফ মিয়া ইসলাম পুর,,,
জামালপুরের ইসলামপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি ডাকাত সরদার জসমত আলীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ জুলাই) গভীর রাতে সাপধরী ইউনিয়নের বিট পুলিশের কর্মকর্তা ইসলামপুর থানার এসআই আব্দুল আলীমের নেতৃত্বে এএসআই আমিনুল ইসলাম, এএসআই আতিকুজ্জামান, এএসআই জুয়েল মিয়াসহ একদল পুলিশ উপজেলার সাপধরী ইউনিয়নের যমুনার পশ্চিমপাড়ে দুর্গম চেঙ্গানিয়া পশ্চিমপাড়া এলাকায় ইঞ্জিন চালিত নৌকাযোগে অভিযান চালায়। এসময় নিজ বসতবাড়ি থেকে একাধিক মামলার আসামি আন্তঃজেলা ডাকাত সরদার জসমত আলীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত জসমত আলী ওই গ্রামের মৃত জামাল প্রমানিকের ছেলে। একই সময় তার ভাই জসিম উদ্দিন (৪০) কে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলাসহ ডাকাতির প্রস্তুতি গ্রহণের ধারায় মামলা রয়েছে।
আদালত থেকে থানায় প্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা ঘেঁটে জানা যায়, উদ্দেশ্য হাসিল করতে একেক সময় একেক নাম পরিচয় দিয়ে আসছিল ডাকাত সরদার জসমত আলী। কোথাও পরিচয় দিয়েছে তার নাম কেদার আলী। কোথাও বলেছে কেরামত আলী। আবার কোথাও পরিচয় দিয়েছে জসিম উদ্দিন নামে।
ইসলামপুর থানার এসআই আব্দুল আলীম জানান, গ্রেপ্তারকৃত জসমত আলী একজন পেশাদার আন্তঃজেলা ডাকাত সরদার। তার বিরুদ্ধে
ইসলামপুরসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ ৫টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে ডাকাত সরদার জসমত আলী গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।
অপরদিকে, একই রাতে এএসআই খোকন মিয়ার নেতৃত্ব একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর সরদারপাড়া গ্রাম থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জুয়াড়িরা হলো লাল মিয়া সরদারের ছেলে মোস্তফা সরদার (৪৭), মৃত বিটু প্রধানের ছেলে নওসেদ আলী (৩৮) এবং মুকছেদ সরদারের ছেলে আলীম উদ্দিন (৩১)।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ অভিযান চলমান রয়েছে।’

Reporter Name 

















