
মোহাম্মদ এরশাদুল হক লোহাগাড়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে ২৬হাজার ২২৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
২১জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরগুলোর শুভ উদ্বোধন এবং উপজেলাগুলোকে গৃহহীন-ভূমিহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তারই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় চট্টগ্রামের লোহাগাড়ায় ৫১টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের
(ভারপ্রাপ্ত)চেয়ারম্যান এম ইব্রাহীম কবির,লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান,উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আতিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, চুনতি ইউপির চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী,আধুনগর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন,পদুয়া ইউপির চেয়ারম্যান মুহাম্মদ হারুনুর রশিদ, চরম্বা ইউপির চেয়ারম্যান মৌলানা মুহাম্মদ হেলাল উদ্দিন, আমিরাবাদ ইউপির চেয়ারম্যান এসএম ইউনুচ,পুটিবিলা ইউপির চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন মানিক, কলাউজান ইউপির চেয়ারম্যান আলহাজ্ব এম.এ ওয়াহেদ, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার সমশুল আলম, পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার নাছির উদ্দিন, আধুনগর গুল-এ জার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার সমশুদ্দিন, সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মুহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোসলেহ উদ্দিন,উপজেলা ডিজিটাল সেন্টারের উদ্যেক্তা আরিফ, উপজেলা ভূমি অফিসের কানুনগো মিজানুর রশিদ,সার্ভেয়ার শিশির স্বপন চাকমা, উপজেলা ভূমি অফিসের রুমি দাশ, পদুয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা শরফুদ্দিন খাঁন সাদি,আধুনগর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সঞ্জিব চৌধুরী পিকলু, চুনতি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মুুহাম্মদ ইদ্রিস, উপজেলা ভূমি অফিসের নয়ন দাশসহ অনেকেই।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো করে বিশ্বের দরবারে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেশ এখন আগের মতো পিছিয়ে নেই। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক লোহাগাড়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা দিয়েছেন নিঃসন্দেহে এটি লোহাগাড়াবাসীর জন্য অত্যন্ত আনন্দ ও সুখের বিষয় এবং অবিস্মরণীয় হয়ে থাকবে। মুজিব শতবর্ষে দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না- মাননীয় প্রধানমন্ত্রীর এই দৃঢ় ঘোষণা তাঁর ঐকান্তিক প্রচেষ্টা ও নির্দেশনা আজ বাস্তবে রুপ নিয়েছে। লোহাগাড়া উপজেলা প্রশাসন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটি ও উপজেলা টাস্কফোর্স কমিটি মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করে লোহাগাড়া উপজলাকে দ্রুততম সময়ের মধ্যে ভূমিহীন ও গৃহহীনমুক্ত করার জন্য নিরলসভাবে আমরা করেছি। আজকেও ৫১টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে দলিলপত্রসহ জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।উপজেলায় ৩৮৪ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসিত করে লোহাগাড়াকে গৃহহীন-ভূমিহীন মুক্ত ঘোষণার মধ্য দিয়ে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী।

Reporter Name 

















