
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ-
পটিয়ার ছনহরা ইউনিয়নে ১ নং ওয়ার্ডে আকবর সিকদার নতুন বাড়িতে আদালত ও থানার নির্দেশ অমান্য করে জোরপুর্বক দখল করে পাকা গৃহ নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ২১ জুলাই সকাল ৯ টায়। এঘটনায় অসহায় মহিলা ডলি আক্তার বাদী হয়ে পটিয়া থানায় মোঃ জুয়েল, মোঃ মহিম মনির আহমদ, জসিম উদ্দিন, ছালমা খাতুন, কহিনুর আক্তার এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এর আগে উক্ত জায়গা নিয়ে বিরোধ দেখা দিলে ডলি আক্তার ১৮ জুলাই অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট চট্টগ্রাম (পটিয়া) আদালতে ১৪৫ ধারা বিধানমতে মিছ মামলা নং ৫১০/২২ ইং দায়ের করে। বিজ্ঞ আদালত এ বিষয়ে পটিয়া থানার ওসি কে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং সহকারী কমিশনা ভুমি (পটিয়া) কে তদন্ত পুর্বক নালিশী ভুমিতে ভুমি দখল ও মালিকানা বিষয়ে স্কেচম্যাপনসহ প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। আদালত নির্দেশ মোতাবেক পটিয়া থানার ভারপ্রাপ্ত ওসি রাশেদুল ইসলাম উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নোটিশ দেন। কিন্তু জুয়েল গং আদালতের আদেশ অমান্য করে জোরপুর্বক পাকা গৃহ নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে মামলার বাদীনি অভিযোগ তুলেন। এর পরিপেক্ষিতে ডলি আক্তার ২২ জুলাই আরোও একটি অভিযোগ দায়ের করে। পটিয়া থানার ভারপ্রাপ্ত ওসি রাশেদুল ইসলাম জানান, ঘটনা স্থলে তিনদফা পুলিশ পাটানো হয়েছে কেউ আদালতের আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাদীনি ডলি জানান, পুলিশ গেলে কাজ বন্ধ করে জুয়েল গং পুলিশ চলে আসলে জুয়েল গং বহিরাগত সন্রাসী দলবল নিয়ে পাকা গৃহ নির্মাণের কাজ শুরু করে এতে বাঁধা দিলে হত্যার হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করছেন বলে বাদী অভিযোগ। সে এ ব্যাপারে উর্ধতন পুলিশ প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। ছনহরা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড মেম্বার জায়দুল বিষয়টি সত্যিতা শিকার করেন। ডলি আক্তার এর অভিযোগ পুলিশের এক এস আই এর প্ররোচনায় প্রতি পক্ষরা আদালতে বিচারাধীন জায়গায় জোরপুর্বক কাজ করছে তিনি বিষয়টি ওসি রাশেদুল ইসলামকে ঐ পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করেছেন।

Reporter Name 

















