
মোহাম্মদ এরশাদুল হক লোহাগাড়া (চট্টগ্রাম)প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ১মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ।এসময় তার কাছ থেকে ৬হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত মাদক কারবারি কক্সবাজারের টেকনাফের উনসিপাং এলাকার আবুল কাসেমের পুত্র হামিদ হোসেন(১৯)
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে চুনতি পুলিশ ফাঁড়ির এসআই সজিব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে একটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে ৬হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ১মাদক কারবারীকে আটক করা হয়।
আটককৃতের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং আজ ২২জুলাই সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

Reporter Name 

















