
স্টাফ রিপোর্টার মোঃ রিয়াদ মন্ডল:
চুয়াডাঙ্গা জেলাধীন জীবননগর উপজেলার হাসাদহ-আন্দুলবাড়ীয়া ও চুয়াডাঙ্গা সদরের গড়াইটুপি-সরোজগঞ্জ হয়ে সরাসরি চুয়াডাঙ্গা
পর্যন্ত বাস চলাচল পুনরায় চালু হয়েছে।
তথ্য সুত্রে জানা গেছে, গত ১৮ জুলাই সোমবার সকাল ৮ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই রুটগুলোতে বাস চলার মধ্যে দিয়ে শুভ সূচনা হয়। আন্দুলবাড়ীয়া বাজারে কাউন্টারটি পরিচালনা করছেন মীর শহিদুল ইসলাম খোকন, মোল্লা আলীউজ্জামান মানিক ও শামসুজ্জোহা।
এছাড়াও আন্দুলবাড়ীয়া-ঢাকা গামী পরিবহন দীর্ঘ দিন ধরে দর্শনা-জীবননগর-সন্তোষপুর হয়ে আন্দুলবাড়ীয়া ভায়া ঢাকা রুটে সরাসরি দিবা-রাত্রি শীততাপ নিয়ন্ত্রিত এসি ও ননএসি পূর্বাশা পরিবহন চলাচল করে আসছে। মোট ১২ টি বাস প্রতি আধা ঘন্টা পরপর নিয়মিত যাতায়াত করছে। যার ফলে এলাকার মানুষ সড়ক পথে দ্রুত যাতাযাতে সুযোগ- সুবিধা ভোগ করছেন এলাকাবাসী। হাসাদহ- আন্দুবাড়ীয়া রুটে প্রথম সরাসরি বাস চলাচল হওয়ায় সচেতন এলাকাবাসী জেলা বাস,ট্রাক সড়ক,পরিবহন ও মালিক সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ।

Reporter Name 

















