
মোঃখোরশেদ আলম ব্যুরো প্রধান :
কুমিল্লার চৌদ্দগ্রামে কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা মৎস্য কর্মকর্তার মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাপ্তাহিক ব্যাপী ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ দিন ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলায় গৃহিত সপ্তাহ ব্যাপী কর্মসূচি পালিত হবে বলে সাংবাদিকদের অবহিত করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: শেফাউল আলম। তিনি বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে বিভিন্ন ইউনিয়নে মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারনা অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, সপ্তাহ ব্যাপী এ প্রোগ্রামে প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়, উপজেলার প্রতিটি হাটবাজারে মোবাইল কোর্ট পরিচালনা, মৎস্য চাষীদের মাছ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পানি পরীক্ষা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি, প্রামাণ্যচিত্র প্রদর্শন, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে আগামী ২৯ জুলাই (শুক্রবার) এ কর্মসূচির সমাপ্তি ঘোষনা করা হবে বলে তিনি জানান।
এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আনন্দ টিভি জেলা প্রতিনিধি মোঃমিজানুর রহমান (মিনু),দৈনিক গণমুক্তির চৌদ্দগ্রাম প্রতিনিধি মো:খোরশেদ আলম,প্রতিদিনের সংবাদের চৌদ্দগ্রাম প্রতিনিধি গোলাম রসুল,দৈনক আলোকিত বাংলাদেশ চৌদ্দগ্রাম প্রতিনিধি আবু বকর সুজন দৈনিক দিনকালের চৌদ্দগ্রাম প্রতিনিধি মোঃআব্দুল মন্নান আরো অনেকে।

Reporter Name 


















