
মোঃ কায়সার রশীদ, শেরপুর জেলার প্রতিনিধি।।
শেরপুর জেলার শ্রীবরদিতে চককাউরিয়া ও শিমুলকুচি এলাকায় পৃথক পৃথক সময়ে এই দুই জনের মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় সুএে জানা যায়। । শফিউল মিয়া নিজ ঘরের সিলিংফ্যানের ছেড়াতারে জরিয়ে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা হেলথকম্পেক্সে।নিয়ে গেলে তাকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে খোকন মিয়া দুপুরে কৃষি কাজে করে পাশের পুকুরে পা ধোয়ার জন্য নামেন। পুকুরের পানিতে পাম্পের তার পড়ে থাকায় বিদ্যুতায়িত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Reporter Name 

















