নিজস্ব প্রতিবেদক-:
জেনিফা জুই এর ১৯ তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রলীগ নেতা মোঃ আল-মুকিদ মাহি। এ তথ্য পাওয়া যায় তার নিজস্ব টুইটার ওয়ালে।
সকালের হিমেল হাওয়ার মত ভরে যাক তোমার মন। তোমার প্রাণোচ্ছল জীবন পূর্ণতায় ভরে যাক এই শুভ দিনে এটাই চাওয়া ভালো থেকো শুভ জন্মদিন। রংধনুর সাত রং এর মত ভরে যাক তোমার জীবন যেখানে থাকবে না কোনো বাধা মানবে না কোন বারন।
শুরুতে আমার সালাম আর জন্মদিনের ফুলেল শুভেচ্ছা রইল মিস জেনিফা জুই । ১৯ তম জন্মদিনের শুভেচ্ছা মিস কিউটি । এইত কিছুদিন আগে আমরা একই শহরে পাশাপাশি ছিলাম, রাতের বেলা ছাদে না জানি কত মজা করছি তোমাদের সাথে যা ভুলে যাবার নই। এইত সেইদিন একসাথে সকলে মিলে দিনাজপুর বড় মাঠে ফুচকা খেলাম। কেমনে জানি সেইদিন গুলো হারিয়ে গেল, হারিয়ে গেল সব আনন্দের মুহুর্ত গুলো। থাকা হলো না একই শহরে, থাকা হলো না পাশাপাশি। যাই হোক খুব শীঘ্রই আবার একই শহরে পাশাপাশি থাকা হবে ইনশাআল্লাহ। ভালো করে পরিক্ষা দাও, ভালো রেজাল্ট করো। আরো শতকথা বলার ছিল, সেগুলো না হয় মনের ভিতরেই থাক। দেখা হলে কথা হবে বাকি কথা গুলো নিয়ে।
আজ তোমার জীবন থেকে আরও একটা বছর চলে গেল। জন্মদিন আসলে মন খারাপের দিন হলে ভাল হত। কিন্তু কি জানো? কোন এক বিচিত্র কারনে এই দিনে উৎসব উৎসব লাগে খুব। তুমি আমার সেই ভাল লাগার একজন অন্যতম ব্যক্তিত্ব। তোমার জন্মদিন তো আমার কাছে অনেক বেশী আনন্দের আর উৎসবের। আমি তোমার মত ক্রাশ/বনু/মিস শত আয়ুর প্রার্থনা জানাই মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে।