

রিপোর্টার, কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়:
গঙ্গাসাগর মেলা ২০২৩ সব তীর্থ বার বার গঙ্গাসাগর একবার…. আগামীকাল মকর সংক্রান্তি সান গঙ্গাসাগরে,। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাবুঘাট সংলগ্ন মাঠে, যে সকল পূর্ণর্থীদের জন্য মাঠে সমস্ত রকম ব্যবস্থা করেছিলেন ,সেখানে দূরদূরান্ত থেকে আশা পূর্ণাত্থীদের আনাগোনা ও ভিড় চোখে দেখার মতো, সাধু সন্ন্যাসীরা এসে ভিড় জমিয়েছেন এবং এখান থেকে গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে আবার কেউ কেউ কালীঘাট মন্দির দর্শন করে গঙ্গাসাগর দিকে রওনা হচ্ছেন,,এবং যাতে কোনরকম অসুবিধে না হয় ,। কোনরকম বিপদ না ঘটে তার জন্য প্রশাসন সতর্ক নজর রাখছেন এবং পূর্ণার্থীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ,শুধু তাই নয় মাঝে মাঝে মাইকিং করতেও দেখা যায় পূর্ণার্থীদের উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে, কোনোভাবেই প্লাস্টিক যেন ব্যবহার না করেন , নির্দিষ্ট স্থানে ময়লা খেলার আহ্বান জানান এবং যাতে পুণ্যার্থীরা সুস্থভাবে গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে যেতে পারে, তাহার জন্য পরিবহন দপ্তরের তরফ থেকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, শুধু তাই নয় মেলার মধ্যে কলকাতা কর্পোরেশন, হেলথ ডিপার্টমেন্ট, প্রশাসনিক বিভাগ থেকে শুরু করে সমস্ত সরকারি দপ্তর এবং মেডিকেল টিম সর্বদাই নজর রেখেছেন , বিভিন্ন জায়গা থেকে আসা সমাজ সেবীরাও পূর্ণার্থীদের উদ্দেশ্যে খাবারের আয়োজন করে চলেছেন,। এমনকি প্রত্যেকটি সমজ সেবীরা , তাদের একটি করে মেডিকেল টিম ও চক্ষু পরীক্ষা কেন্দ্র খুলে রেখেছেন এবং সেখানে দেখা যায় পূর্নার্থীরা চিকিৎসা করছেন, অনেক উন্নতি আগে থেকেই গংগাসাম সেরে বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। আবার কেউ কেউ মেলায় উপস্থিত হচ্ছেন, এই মেলার শুভ সূচনা হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য মন্ত্রী ও কর্মীরা, দুটি বছর কন্যার পর এই বৎসর দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা ভিড় জমিয়েছেন, সরকারি তরফ থেকে পুনর্নার্থীদের ধন্যবাদ জানিয়েছেন,…. এই মেলা সরকারের তরফ থেকে ৮ই জানুয়ারী থেকে ১৮ই জানুয়ারী পর্যন্ত চলবে….।।