

রিপোর্টার, কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়:
ভারতী কলা কেন্দ্র আয়োজিত, ক্যামেল কোম্পানী উদ্যোগে এবং সুবীর দাসের পরিচালনায় …… পেন্টিং অ্যান্ড ড্র ওয়ার্কশপ ২০২৩…….। কলকাতা পাহাড়পুর এলাকায় মিলন সংঘ ক্লাব মাঠে ছোট ছোট বাচ্চাদের উৎসাহিত করার জন্য এবং তাদের মনে নতুন চিন্তাধারা তুলে ধরার জন্য পেইন্টিং ও ড্র এর মাধ্যমে উৎসাহিত করলেন ভারতী কলা কেন্দ্রের কর্ণধার সুবীর দাস মহাশয়।, প্রথমে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন উপস্থিত চিত্রশিল্পীরা একত্রিত হয়ে , এরপর একে একে অতিথিদের উত্তরীয় ব্যাচ পড়িয়ে সম্মানিত করেন, ভারতী কলা কেন্দ্রের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ক্যামেল কোম্পানী, কলকাতা থেকে কয়েক কিলোমিটার দূরে, প্রত্যন্ত গ্রামে, সাধারণ পরিবারের শিশুদের নিয়ে, সম্পূর্ণ বিনা পয়সায় একটি ওয়ার্কশপ করলেন এবং এই সকল ছোট ছোট শিশুদের হাতে সার্টিফিকেট তুলে দিলেন। এই সকল ছোট ছোট শিশুদের পরিবারেরা লোকজন আজ আনন্দিত গর্বিত, তাহারা বলেন আমরা, আমাদের ছেলেমেয়েদের কলকাতা শহরে কোন কম্পিটিশনে ও ওয়ার্কশপে যোগদান করাতে পারিনা, কিন্তু আজ সেই সুযোগ করে দিলেন ভারতী কলা কেন্দ্রের কর্ণধার সুবীর বাবু, আমাদের ছেলেদের উৎসাহিত করলেন, আমাদের মনে জোর এনে দিলেন, শুধু তাই নয় এলাকার মানুষজন এবং ক্লাবের সদস্যরাও পাশে এসে দাঁড়ালেন তারাও জানালেন সত্যিই এইভাবে শিশুদের পাশে সবাই এগিয়ে আসুক এটা আমরা ও চাই। শুধু তাই নয় , আজকের এই অনুষ্ঠানে যে সকল সম্মানীয় শিল্পীরা এসেছিলেন তাহারাও তাদের একটি করে চিত্র একে মানুষের সামনে তুলে ধরলেন এবং তাহাদের কেউ সম্মানিত করলেন ভারতী কলা কেন্দ্রের কর্ণধার সুবীর বাবু, আজকের অনুষ্ঠানে বিশেষ প্রতিটি হিসাবে উপস্থিত ছিলেন সম্মানিত চিত্রশিল্পী কৌশিক ঘোষ,। স্বপন দিঙ্গল, প্রদীপ সরকার ,অরূপ পাঞ্জা, দেবজ্যোতি রায়, বিনয় দলুই, সুভাষ বৈদ্য ,সৌমেন দত্ত ,শ্যামন নাথ, তপন প্রামানিক, শুভ সরকার বণিক , স্বপন সরকার ও চিরঞ্জিত, এছাড়াও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পম্পা দাস, সুপ্রীতি দাস ,শ্রেয়া দাস, অপু মন্ডল, হারাধন আঢ্য , যাহারা পাশে না থাকলে কখনোই এই ধরনের একটা অনুষ্ঠান করা সম্ভব হতো না বলে জানান সুবীর বাবু তিনি বলেন আমি চাই আমার পাশেই এই ভাবেই যদি সহযোগিতা করে আমি বিভিন্ন জায়গায় এই ধরনের ওয়ার্কশপ করে ছোট ছোট শিশুদের মনে চিত্রের মাধ্যমে, সামনের পথ দেখাতে পারবো, যদি তাহাদের মা-বাবারা আমাকে এইভাবে উৎসাহিত করেন এবং পাশে থাকেন.।