

আবুল আতা মামুন: ষ্টাফ রিপোর্টার:
বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সাথে মিশে আছে মেহেরপুর জেলার নাম। দেশের শেষ সীমান্তে অবস্থিত এই জেলা আয়তনের দিক থেকে সব থেকে ছোট হলেও রাজনীতিতে রয়েছে অনেক বেশি গুরুত্ব।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মেহেরপুর সদর ও মুজিবনগর থানা নিয়ে (মেহেরপুর ১) আসন ও গাংনী উপজেলা (মেহেরপুর ২) নির্বাচনী দুইটি আসনে আওয়ামী লীগের সংসদ সদস্যরা বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করলেও তৃণমূল জনগণের কাছে নতুন নেতৃত্ব আসবে এমন প্রত্যাশাও রয়েছে।
সাম্প্রতিক সময়ে পরিবেশবাদী নেত্রী ও নারী উদ্যোক্তা নিলুফার ইয়াসমিন রুপা মেহেরপুরের রাজনীতির মাঠে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল জনগণের দ্বারে দ্বারে ঘুরছেন। তিনি আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগের মেহেরপুর জেলার আহবায়ক হিসেবে ইতোমধ্যে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় উঠে এসেছেন। চলতি শীত মৌসুমে বেশিরভাগ রাজনীতিবিদ যেখানে জনগণের খোঁজখবর নিচ্ছেন না তখন তিনি গভীর রাতে গরিব ও অসহায় মানুষের দ্বারে দ্বারে কম্বল বিতরণ করছেন। হয়ে উঠেছেন গরিব ও অসহায় মানুষের একমাত্র আস্থার নাম। এছাড়াও নারী শিক্ষার্থীদের মাঝে শীতের সোয়েটার বিতরণ করছেন।
তিনি সফল নারীর উদ্যোক্তা হিসেবে মেহেরপুর জেলায় বেশ সমাদৃত। পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরীর লক্ষ্যে বাংলাদেশের সর্ববৃহৎ পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের অর্থ পরিচালকের দায়িত্ব পালন করছেন।
গতকাল (১৮ই জানুয়ারি) রোজ বুধবার নিজ এলাকায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণের সময়
নিলুফার ইয়াসমিন রুপার কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড মানুষের কাছে তুলে ধরার জন্য কাজ করছি। আমি সব সময় চেষ্টা করি অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এটি আমার ধারাবাহিক কাজ। আমি আমার এলাকায় শীতার্তদের মাঝে প্রায় পাঁচ শতাধিক কম্বল বিতরণ করেছি। তবে এই বছর শীতের প্রকোপ এতটাই বেশি আমার যদি আরো সামর্থ্য থাকতো তাহলে আরও বেশি বেশি জনগণের জন্য কাজ করতাম।
মেহেরপুরে যে সকল জনপ্রতিনিধি ক্ষমতায় আছেন নিজ নিজ জায়গা থেকে আরো যদি জনগণের জন্য আন্তরিক হতেন তাহলে আমাদের বর্তমান সরকারের ইমেজ আরও বৃদ্ধি পেত। আওয়ামী লীগের একজন নারী কর্মী হিসেবে আমার প্রত্যাশা থাকবে যারা জনগণের পাশে থেকে কাজ করবেন তাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়া হোক।