

আনোয়ার হোসেন শ্রীপুর গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার পৌর এলাকায় জাগরণ যুব সংঘের উদ্যোগে ব্যাডমিন্টন ফাইনাল টুর্নামেন্ট খেলা ২০২৩ইং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৯ জানুয়ারি সন্ধ্যায় কেওয়া ০৬ নং ওয়ার্ড বেপারী পাড়া এলাকায় জাগরণ যুব সংঘের আয়োজনে ব্যাডমিন্টন ফাইনাল টুর্নামেন্ট উদ্বোধন করেন, মোঃ হাসানুল ইসলাম আকন্দ শাওন, সভাপতি পৌর যুবলীগ। উক্ত অনুষ্ঠান পরিচালনায় মামুন বেপারী, সাংগঠনিক সম্পাদক জাতীয় শ্রমিক লীগ শ্রীপুর আঞ্চলিক শাখা।
উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন, জাহিদুল আলম রবিন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী গাজীপুর জেলা যুবলীগ। আলহাজ্ব ফজলুল হক, সভাপতি রেজ্জতআলী জামে মসজিদ। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মৃধা। প্রধান আলোচক রাকিবুল হাসান রাকিব, সাবেক সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রলীগ। আশরাফুল ইসলাম ভাংগী, সাবেক সহ-সভাপতি গাজীপুর জেলা ছাত্রলীগ। বিশেষ আলোচক মোঃ সবুজ বেপারী, সাংগঠনিক সম্পাদক পৌর যুবলীগ। জাহিদ হাসান রিমন, সাধারণ সম্পাদক পৌর ছাত্রলীগ। রাসেল শেখ, সাংগঠনিক সম্পাদক পৌর যুবলীগ।
ব্যাডমিন্টন ফাইনাল টুর্নামেন্ট খেলায় অংশগ্রহণ করেন দুটি দল, আসিফ ও রানা, রুবেল ও রনি,
এর মধ্যে বিজয়ী হয়েছেন। (আসিফ ও রানা) বিজয়ীদের হাতে ৩২ ইঞ্চি সিঙ্গার টিভি পুরস্কার তুলে দেন জাহিদুল আলম রবিন। জাহিদুল আলম রবিন বক্তব্যে বলেন, এই এলাকায় কোনো ছেলে মেয়ে টাকার অভাবে পড়াশোনা করতে পাবে না তা হবে না। যত টাকা লাগবে আমি দিবো লেখা পড়া বন্ধ হবে না। তিনি আরো বলেন খেলাধুলা ও পড়াশোনা করাত আর্থিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।