

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুরে শনিবার সন্ধ্যায় উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শহরের রক্তকরবী মঞ্চে ওই পিঠা উৎসবের আয়োজন করা হয়। পিঠা উৎসবে মঞ্চে সন্ধ্যায় সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তিরও অনুষ্ঠিত হয়।
উদীচী শিল্পীগোষ্ঠীর কেশবপুর শাখা সংসদের সভাপতি অনুপম মোদকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ওই পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা নাগরিক সমাজের আহবায়ক অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র, বেসরকারি সংস্থা ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল, সমাজকর্মী বাবুর আলী গোলদার ও গদখালী উচীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক সুভাষ ভক্ত। গ্রামের বধূরা পাকান পিঠা, দুধ পুলি, পাটি সাপ্টা, চিতই, আন্দশা, কাঁচি পোড়া নকশীসহ বিভিন্ন পিঠা নিয়ে আসেন। পিঠা নিয়ে আসা ৫ জন গৃহবধূকে এ উৎসবে অতিথিবৃন্দ সংবর্ধনা দেন।