কবিতা : সুখ যাতনা
কবি ফারজানা আক্তার সাদিয়া:
এ জগতে দেখি সবারে_
সুখ সুখ করে কাঁদে!
সুখ কি আছে সাগরের তলে?
নাকি সুখ আছে চাঁদে?
আহারে সুখের কো দেখা নাই!
সবে দুখের অনলে তাই পুড়ে হয় ছাই!
বলি সুখ পাবার যখন সবার এতোই ইছা,
তবে মনে রাখোনা কেনো?
নির্দিষ্ট চাওয়া পাওয়ার মাঝে পূর্ণতা.
সুখে থেকেও সুখ খোঁজে যারা,
সুখ নামক যাতনা বয়ে বেড়ায় তারা।
যদি সুখ সবে পেতেই চাও,
আগে তবে অল্পতে তুষ্ট থাকতে শিখে নাও।
নাহয় সুখ কভু পাবে নাকো তুমি,
দুঃখের অনলে পুড়বে চিরদিনি।
সুখ নয়কো চাঁদের জোছনা!
নয়কো সুখ সাগরের তলদেশে থাকা রত্ন!
সুখ হলো হৃদয়ের তুষ্টতার মিষ্টি অনুভূতি,
সুখ হৃদয়ের মাঝে পুষে রাখা যত্ন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category