

মতিন গাজী স্টাফ রিপোর্টার:
যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট জাফরপুর ঘোড়া বটতলা সংলগ্ন, দিগন্ত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যা ৭টার সময় অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, দৈনিক নওয়াপাড়া পত্রিকার নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ মাসুদ তাজ। এছাড়া ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওয়াপাড়া গ্রুপের প্রতিনিধি রাজু আহম্মেদ, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, সদস্য জাকির হোসেন হৃদয়, ডি আর আনিসুর রহমান, কামাল হোসেন, মতিন গাজীসহ দিগন্ত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সকল নেতৃবৃন্দ প্রমুখ।