স্টাফ রিপোর্টার মোঃ রিয়াদ মন্ডল :
চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া বটতলা বাজারের পুরাতন যাত্রী ছাউনির নিচে থেকে মটর সাইকেল সহ চোর গ্রেফতার করেন চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা বিশেষ অভিযানে।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় জনাব শেখ সফিকুর রহমান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ সাজ্জাদ হোসেন, এসআই (নিঃ) মোঃ শিহাব উদ্দিন, এএসআই (নিঃ) রমেন কুমার সরকার, এএসআই (নিঃ) বিজন কুমার ভট্টাচার্য, এএসআই (নিঃ) মোঃ আবেদুর রহমান, কং/৩১৪ মোঃ সাদ আহামেদ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া বটতলা বাজারের পুরাতন যাত্রী ছাউনির নিচে হতে ধৃত আসামী সেলিম রেজা ঝন্টু বয়স ৩০ বছর, পিতা মোঃ লিয়াকত আলী, গ্রাম -পারকৃষ্ণপুর, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতারপূর্বক তার হেফাজত হতে একটি লাল-কালো রংয়ের 125 CC, Discover চোরাই মোটরসাইকেল যার ইঞ্জিন নং-JZZWEE56066 এবং চ্যাসিস নং-MD2A15BZ5E99681 উদ্ধার করেন। চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া বটতলা বাজারের পুরাতন যাত্রী ছাউনির নিচে হতে মোটরসাইকেল চোর আসামী সেলিম রেজা ঝন্টু গ্রেফতার আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করা হয়।