পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ-
পটিয়া পৌরসভা মেয়র আইয়ুব বাবুলের বিরুদ্ধে মানববন্ধন করেছে ফুটপাতে পণ্য বিক্রেতা হকারগণ। গতকাল (মঙ্গলবার) দুপুরে পটিয়া উপজেলা পরিষদ গেইটে হকারেরা মানববন্ধনের আয়োজন করে। হকারদের অভিযোগ দীর্ঘদিন ধরে হকারেরা ফুটপাতে পণ্য বিক্রয় করে আসছিল। বর্তমানে অভাব অনটনে পরে এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে শতাধিক হকার ফুটপাতে বিভিন্ন ফলমূল, শাকসবজি, কাপড় – চোপড়, বিক্রয় করে আসছে। এ পণ্য বিক্রয় করে যা আয় হয় তা দিয়ে তাদের সংসার চলে। কিন্তু তিন মাস যাবত পুলিশ ও পৌরসভার বিশেষ পোশাকদারী লোকজন নিয়ে হকারদের ভয়ভীতি দেখিয়ে পৌর মেয়র তাদের পুনর্বাসনের নামে পৌর কিচেন মার্কেটের নিচ তলায় হকারদের সরিয়ে নেয়। দীর্ঘ তিন বছর যাবত কিচেন মার্কেটটি চালু হয়নি। এ অচল কিচেন মার্কেটের নিচে হকারদের জোর পূর্বক সরিয়ে নেওয়ার কারণে সেখানে বিক্রেতা না থাকায় হকার পরিবার অভাব অনটনে না খেয়ে মরার অবস্থা। পৌরসদরের সিএনজি স্টেশন, অটো রিক্সা, কার মাইক্রো, পিকাপ, মিনি ট্রাক সবই রাস্তার উপর অবস্থান করলেও হকারদের জোর জুলুম চালিয়ে কিচেন মার্কেটে সরিয়ে নিয়েছে। যে মেয়র আগে ধার করে এ হকারদের থেকে পণ্য কিনতো সে মেয়র তার বিশেষ বাহিনী দিয়ে লেবু, ডিমসহ বিভিন্ন ফলমূল গাড়িতে তুলে তার ঘর নিয়ে যায়। কোনো মূল্য পরিশোধ করে না। কাজল দে নামের এক হকার জানান, মেয়রের জুলুম নির্যাতন বন্ধ না হলে তিনি ক্ষুধার তারণায় স্বপরিবারে আতœহত্যা করবে। মানববন্ধনে হকার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মনির, মোঃ হারুন, মোঃ আজগর, মো ঃ জাহাঙ্গীর, মোঃ আতিক, ছোটন, শিবু দে, কাজল দে প্রমুখ। এ ব্যাপারে পৌর মেয়র আইয়ুব বাবুল থেকে জানতে চাইলে, তিনি বলেন পৌর কাউন্সিলরদের সম্বনয়ে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলমূল জোর করে ঘরে নেয়ার কথাটি সত্য নয়।