মোঃকামাল পারভেজ গাজীপুর জেলা প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুর উপজেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জয়নাল আবেদীন রানা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শহিদুল ইসলাম সরকার।
শুক্রবার সকালে শ্রীপুর পৌরসভার শ্রীপুর ভবনের মাঠে উপজেলা কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর উপজেলা কৃষক লীগের আহবায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সদস্য সচিব আইনাল হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি মাকসুদুল ইসলাম, সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সংরক্ষিত ৩১৪ নারী সংসদ সদস্য অধ্যাপিকা রুমানা আলী টুসি।
এসময় আরও বক্তব্য রাখেন, উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা কৃষক লীগের সভাপতি আতিকুর রহমান লিটন, সাধারণ সম্পাদক মনির হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক একেএম আজম খান, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কৃষক লীগের নেতাকর্মী, কাউন্সিলর, ডেলিগেট , আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ।