মার্চ মানে স্বাধীনতা কলমে :-
সাফিউল ইসলাম রকি::
মার্চ মানে স্বাধীনতা, গল্প কথা নয় !
মার্চ মানে স্বাধীন রাস্ট্র ইতিহাস কথা কয় ।
মার্চ মানে অগ্নিশিখা জ্বালাময় সে ভাষণ
মার্চ মানে বঙ্গবন্ধুর স্বপ্নের বিচরণ ।
মার্চ মানে পরাধীন নয় , রক্ত দিতে হবে তাই,
মার্চ মানে সাত কোটি বাঙ্গালী স্বাধীনতা চাই ।
মার্চ মানে নিরিহ বাঙ্গালীর উপরে নিরমম অত্যাচার ,
মার্চ মানে বাঙ্গালীর স্বপ্ন স্বাধীনতা তুমি আমার ।
মার্চ মানে ঘরে বসে থাকা নয়, করতে হবে যুদ্ধ,
মার্চ মানে বঙ্গবন্ধুর প্রিয় নেতিত্ব ।
মার্চ মানে স্বপ্নো বুকে স্বাধীন করবো দেশ !
মার্চ মানে কত মাবা – বাবার সোনার ছেলে জীবন শেষ ।
মার্চ মানে কত ভাই বোন দের বুকের তাজা রক্ত দিতে হয়েছে নেই তোর শেষ !
সব কিছু বিনিময়ে পেলাম স্বাধীন বাংলাদেশ ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category