বঙ্গবন্ধু র ব-লে
এ হামিদ সরকার:
বঙ্গবন্ধু তোমার ব-লে
বীর বাঙালীরা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পরে দলে দলে।
বঙ্গবন্ধু তোমার ব-লে
স্বাধীনতা এলো মায়ের কোলে।
বঙ্গবন্ধু তোমার ব-লে
নদীতে আজও নৌকা চলে।
বঙ্গবন্ধু তোমার ব-লে
কৃষাণেরা বাংলায় ফসল ঘরে তোলে।
বঙ্গবন্ধু তোমার ব-লে
ফাগুন এসেছে ভ্রমরের চুলে।
বঙ্গবন্ধু তোমার ব-লে
স্বাধীনতা এলো বাবার কোলে।
বঙ্গবন্ধু তোমার ব-লে
ছয় ঋতুতে বাঙালী ফুলেরা দোলে।
বঙ্গবন্ধু তোমার ব-লে
কোকিল গান গায় কন্ঠ তোলে।
বঙ্গবন্ধু তোমার ব-লে
বসন্তে ফুল বাসন্তীরা তুলে।
বঙ্গবন্ধু তোমার ব-লে
স্বাধীনতা এলো বৈশাখীর আচলে।
বঙ্গবন্ধু তোমার ব-লে
বাংলায় মাছেরা গল্প করে মন খুলে।।।।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category