কবিতা: যাদের হাতে জাদু আছে
কলমে:- সাফিউল ইসলাম রকি :
যাদের হাতে জাদু আছে, সচল রাখে অর্থনীতির চাকা,
দিন এনে দিন খেতে, তাদের পকেট, হচ্ছে ফাঁকা।
দিন মজুরদের কথা বলবো, বলার ভাষা নাই,
ঝড় বৃষ্টি হলে, থাকেনা তাদের, মাথা গোঁজার ঠাঁই।
কি ভাবছেন? সুখে আছে গার্মেন্টস কর্মী যারা?
কি ভাবে দিন রাত হয়? বুঝতেও পারে না তারা।
ভোর হলে অফিসে যায়, রাত হলে ফিরে,
কত কষ্ট আসেনা সুখ, তাদের জীবন ঘিরে।
চা শ্রমিকের কথা কি আর বলবো কষ্ট লাগে খুব,
জম্মের পর থেকে শুরু হয় তাদের কপালে দুখ।
যে টাকা মজুরি পায়, সংসার চালানো বড় দায়।
তাদেরও চায় মন খেতে কিছু ভালো,
নুন আন্তে পান্তা ফুরায়, তেল আন্তে আলো।
কেউ ভালো নেই শ্রমিক যারা বলছি ভেবে তাই,
মুজুরী বাড়াও শ্রমিক বাঁচাও ওহে মালিক ভাই।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category