**মোঃ মানিক মিয়া**
হৃদয় অতি কোমল মতি
ডায়মন্ডের কাওছার মামার, ভালবাসা সবার প্রতি।
ভালবাসেন তিনি অতি অসহায়, গরীব দুঃখিকে বেশি। উন্নয়নের কথা মাথায় রেখে, উজার মন বিলিয়ে দেয় সবাইকে;
পোল্ট্রি উন্নয়নের শিল্প উদ্দোক্তা,
মানুষের খাদ্য পুষ্টির চাহিদা মিটায় ডিম দিয়া।
শেখ হাসিনার এই উন্নয়নের দেশে,
খাদ্য শস্য পুষ্টিতে যদি ভরপুর করিতে হয়,
তাহলে পোল্ট্রি শিল্পকে সবার চাইতে অগ্রাধীকার দিতে হয়। কম খরচে মুনাফা বেশি,
দেশ উন্নয়ন হবে তারাতারি।
অধিক লাভে দেশ উন্নয়ন,
শেখ হাসিনার খুশি মন ।
ভালবেশে নেত্রী মোদের, পোল্ট্রি শিল্পকে এগিয়ে নিবেন,
কাওছার মামার সরল মন,
মিষ্টি কথায় লোক-জনকে বুঝায় অনেকক্ষণ।
দেখিনি আমরা এমন শিল্পপতি,
নিরহংকার মানুষ তিনি।
সদা লবি, মিষ্ট ভাষি,
মুচকি দিয়া হাসেন বেশি।
সওয়াল কারী যায় না বিফলে,
দান দক্ষিণায় মামা হয় রাজি বলে।
মাথায় রেখে উন্নয়ন,
ভাবে তিনি গরীব দুঃখির নিরুপন।
অসহায় গরীব-দুঃখির প্রেরিত জীবন, কর্ম দিয়া যদি মামা করিতে পারে,
ধন্য তাহার জীবন।
আছেনি এমন কোন মানব,
দান-দক্ষিণায় রাজি সর্বক্ষণ।
চির-ব্যাধি ডায়াবেটিস, হয় দেখি এখন সবারই;
ভেবে মামা কি করে, নিজ খরচে
একখানা ডায়াবেটিস হাসপাতাল গড়িয়া তোলে,
মানুষের কল্যাণে।
পায় এলাকার সুফল, সকল মানুষ;
কাওছার মামার উদ্দোগ ।
ইবাদতে মসুগুল, মসজিদ মাদ্রাসায়ও
সাহায্য দিতে মামা প্রস্তুত ।
আছেনি এমন মানব, সদা জাগ্রত মানুষের জন্য।