মোঃ খোরশেদ আলম ব্যুরো প্রধান :
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে সিএমসি কমিটির ২০২৩ সালের (১ম সভা) অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৭নভেম্বর) সকালে উপজেলা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখ্তার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সাহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা শিক্ষা অফিসার সাকিনা বেগম, থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মনিরুজ্জামান, উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা মুহা মনির হোসেন প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রামের ১৪টি ক্লাবের প্রধান শিক্ষক বৃন্দ।