শীলা সুমাইয়া,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনা জেলার অবকাঠামোগত সার্বিক উন্নয়ন এবং আমতলী ও বরগুনা সদর পৌরসভার উন্নয়নগত অবকাঠামো নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় প্রতিমন্ত্রী ও প্লানিং কমিশনের সচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরগুনা-১ আসনের মাননীয় সাংসদ অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান।
আজ ৬ই নভেম্বর দুপুরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও প্ল্যানিং কমিশন সচিবপর সাথে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য,বরগুনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত ৭৫০ কোটি টাকা এবং বরগুনা ও আমতলী পৌরসভার উন্নয়নগত অবকাঠামো নিয়ে সংশ্লিষ্ট সচিব মহোদয়দের সাথে মাননীয় সাংসদ অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান সৌজন্য সাক্ষাৎ পুর্বক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে করেন।