মানিক মিয়া গাজীপুরঃ
ষড়যন্ত্রমূলক মামলায় গাজীপুরে এক সাংবাদিককে গ্রেফতারের পর আজ বিকেলে হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত সাংবাদিক শামসুল হুদা লিটন (৫২) উপজেলার তারাগঞ্জ এলাকার নাশেরা গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর দুইটার দিকে কাপাসিয়া থানা থেকে গাজীপুর আদালতে পাঠালে তাঁকে জেল হাজতে পাঠানো হয়েছে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু বকর মিয়া জানান, গত বুধবার বিকেলে উপজেলার তারাগঞ্জ এলাকায় কলেজ থেকে বাসায় ফেরার পথে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন,গত অক্টোবরে কাপাসিয়া থানায় দায়েরকৃত রাজনৈতিক একটি মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে, ওই মামলায় লিটনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
কাপাসিয়া প্রেস ক্লাবের সভাপতি সঞ্জীব কুমার দাস জানান, সাংবাদিক শামসুল হুদা লিটন সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের (জেইউজি) যুগ্ম সাধারণ সম্পাদক, কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব পত্রিকার কাপাসিয়া প্রতিনিধি এবং তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সহকারি অধ্যাপক এবং কেন্দ্রীয় শিক্ষক নেতা।
তিনি আরও বলেন,শামসুল হুদা লিটন দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার পাশাপাশি শিক্ষকতা করে আসছেন। তার স্ত্রীও একজন শিক্ষক।
সরেজমিনে হাজতের সামনে গিয়ে দেখা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে গ্রেফতার দেখিয়ে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
শামসুল হুদা লিটনের স্ত্রী বীর মুক্তিযোদ্ধার সন্তান শিক্ষিকা সুইটি জানান, ষড়যন্ত্র মূলক রাজনৈতিক মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা, এ মিথ্যা মামলায় সাংবাদিক লিটনকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাঁর মুক্তির দাবী করেন।
গাজীপুর প্রেস ক্লাব, গাজীপুর জেলা প্রেসক্লাব, গাজীপুর টেলিভিশন ক্লাব, কাপাসিয়া প্রেসক্লাব, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাব, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ, গাজীপুর জেলা ঐক্য ফোরাম, কালিগঞ্জ প্রেসক্লাব, শ্রীপুর প্রেসক্লাব,গাজীপুর সিটি প্রেস ক্লাব,গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাব, গাজীপুর জেলা আর জে এফ, সম্মিলিত পেশাজীবি পরিষদ সহ বিভিন্ন পেশাজীবি ও সামাজিক সংগঠন এ গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে নিঃশর্তে তাঁর মুক্তি দাবি করেন।
আসছে ২৬ নবেম্বর রবিবার সকাল দশটায় গাজীপুর জেলার সর্বস্তরের সাংবাদিকদের উপস্থিতিতে সাংবাদিক শামসুল হুদা লিটনের মুক্তি ও কাপাসিয়া থানার ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের দাবিতে
গাজীপুর প্রেসক্লাবে সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন গাজীপুর প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।