
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও বিশিষ্ট সাংবাদিক শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন পালন উপলক্ষে ভালুকা পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সোহেলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর সোমবার সন্ধায় পৌর যুবলীগের কার্যালয়ে ওই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বঙ্গবন্ধু কন্যা ও শেখ ফজলুল হক মনির পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এতে পৌর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।