রিপোর্টার ,,, সমরেশ রায় ও সম্পা দাস ,,, কলকাতা:
৬ই ডিসেম্বর বুধবার, সন্ধ্যা ৬:০০ টায়,, অল ইন্ডিয়া কনফেডারেশন অফ এস সি/ এস টি অর্গানাইজেশনস ধাপা ব্রাঞ্চের উদ্যোগে, ভারতরত্ন , বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস পালন করলেন এবং প্রায় দেড়শো বেশি দুঃস্থ মানুষের হাতে শীতের কম্বল তুলে দিলেন ও সকল ছোট ছোট শিশুদের মিষ্টিমুখ করালেন, এই অভিনব প্রয়াস এলাকা বাসীকে মুগ্ধ করলো। ওয়েস্ট বেঙ্গল স্টেট প্রেসিডেন্ট বাসুদেব মন্ডল, ও ওয়েস্ট বেঙ্গল স্টেট জেনারেল সেক্রেটারী স্বপন কুমার হালদারের উদ্যোগে, এবং এলাকাবাসীর সহযোগিতায় এই প্রয়াস। ও আম্বেদকরের প্রয়াণ দিবস পালিত হলো, সকল সদস্য প্রাথমেক বাবাসাহেব আম্বেদকরের প্রতিকৃতিতে মালা ও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান,, এরপর একে একে এলাকার দুস্থ ও অবহেলিত মানুষের হাতে একটি করে শীতের কম্বল তুলে। দেন।
এই সুন্দর অনুষ্ঠানকে যাহারা আলোকিত করেছেন, অল ইন্ডিয়া কনফেডারেশনের ডক্টর উদিত রাজ ন্যাশনাল চেয়ারম্যান,, ডক্টর ওম সুধা ন্যাশনাল জেনারেল সেক্রেটারী,, বাসুদেব মন্ডল ওয়েস্ট বেঙ্গল স্টেট প্রেসিডেন্ট ,,স্বপন কুমার হালদার ওয়েস্ট বেঙ্গল স্টেট জেনারেল সেক্রেটারী,, এছাড়াও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্টেট ব্যাংক ও কানাড়া ব্যাংক এবং অন্যান্য সকল সদস্যবৃন্দ ও এলাকাবাসী,, সকলের একান্ত সহযোগিতায় এই সুন্দরময় অনুষ্ঠান মুখরিত হয়ে উঠেছে, । সবার মুখে একটি কথাই, এটা কোন রাজনৈতিক প্রেক্ষাপট নয়, আমরা অবহেলিত, দুস্থ, বঞ্চিত এবং দলিত সম্প্রদায়ের মানুষের পাশে থেকে কাজ করছি এবং তাদের পাশে থেকে ন্যায্য অধিকার আদায়ের লড়াই করে চলেছি,, যাহাদের সব অধিকার থেকেও আজও বঞ্চিত, অবহেলিত। তাই আজ আম্বেদকরের প্রয়াণ দিবসে আমাদের এই প্রয়াস।।