

গৌরাঙ্গ বিশ্বাস , বিশেষ প্রতিনিধি :
টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলাধীন কর্মকার পাড়ায় বৈষ্ণব সেবা অনুষ্ঠিত। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ২টায় কর্মকার পাড়ায় বৈষ্ণব সেবায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাননীয় প্রধান মন্ত্রীর মনোনীত নৌকা প্রতিকের টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের প্রার্থী বর্ষিয়ান নেতা বীর মুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতীর পৌরমেয়র নূরন্নবী সরকার। সভাপতি শ্রী কালাই লাল সাহা, সাধারণ সম্পাদক শ্রী নির্মল বিশ্বাস (মাতৃসদন ঔষধালয়), শ্রী প্রভাত বিশ্বাসসহ কমিটির সকলের অক্লান্ত পরিশ্রমে সুষ্ঠুভাবে বৈষ্ণব সেবা সুসম্পন্ন হয়। বিশিষ্ট ভগবত পাঠক, কালিহাতী পাইলট বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কালিয়াগ্রাম নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ কর্মকার বলেন, দীর্ঘ ১মাস ব্যাপী কীর্তন ও নিরামিষ ভোজের পর এ বৈষ্ণব সেবা পালন করা হয়। প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেও প্রায় ২০০০ নারী-পুরুষ, শিশু, বালক-বালিকা, কিশোর-কিশোরী, যুবক-যুবতী উপস্থিত হয়ে বৈষ্ণব সেবাকে সাফল্যমন্ডিত করেছেন।