স্টাফ রিপোর্টার:
গাজীপুরের মাওনা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবৈধভাবে দোকানপাট বসে যাত্রী ও পথচারীদের যাতায়াতে ব্যাঘাত সৃষ্টি করায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে মাওনা হাইওয়ে থানা পুলিশ।
আজ সকাল এগারোটার দিকে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিওন গাজীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুম সরদারের নেতৃত্বে মাওনা চৌরাস্তা এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এই উচ্ছেদ অভিযানে প্রায় পাঁচ শতাধিক ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়। এবং মহাসড়কের ওপর অবৈধ সিএনজি পার্কিং করায় দশটি সিএনজিকে মামলা দেয়া হয়।
উচ্ছেদ অভিযানে সাথে ছিলেন মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনজুর মোরশেদ, এসআই ইসহাক মিয়া, এসআই ইসমাইল হোসেন, সালনা হাইওয়ে থানার এসআই রফিকুল ইসলাম সহ মাওনা হাইওয়ে থানা এবং সালনা হাইওয়ে থানার অফিসার্স ও পুলিশ ফোর্স।
হাইওয়ে পুলিশ গাজীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার জানান, মাওনা চৌরাস্তা একটি জনগুরুত্বপূর্ণ এলাকা। বহু লোকের বসবাবাস এখানে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের লেইন দখল করে অবৈধ ভাবে দোকান বসিয়ে পথচারী ও সাধারণ যাত্রীদের চলাচলে ব্যাঘাত ঘটানোয় হাইওয়ে পুলিশের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।