

এস.এম দুর্জয়:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে গাজীপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা রহমত আলীর সুযোগ্য কন্যা অধ্যাপিকা রুমানা আলী টুসি কাওরাইদ ইউনিয়নে পথসভায় বলেছেন,আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে,দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং নৌকা মার্কায় ভোট চান।তিনি আরো বলেন,নৌকার বিজয় হলে দেশ ও জনগণের বিজয় হবে।আজকের এপথসভা ও মতবিনিময় সভাকে আপনারা জনসভায় রুপান্তরিত করেছেন।কাওরাইদ ইউনিয়ন থেকে আপনারা আমার বাবা মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড.রহমত আলীকে সবসময় বিপুল ভোটে বিজয়ী করেছেন,আমি তার মেয়ে হিসেবে আপনাদের পাশে আছি এবং সবসময় পাশে থাকবো।কাওরাইদ ইউনিয়নের উন্নয়নের দ্বারা কে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।(ইনশাআল্লাহ)।
মঙ্গলবার(১২ ডিসেম্বর)গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে পথসভায় এসব কথা বলেন।কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজিম উদ্দিন প্রধানের সভাপতিত্বে ও কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো:নুরুজ্জামান মাস্টারের সঞ্চালনায় পথসভায় উপস্থিত ছিলেন,শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড.সামসুল আলম প্রধান,শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল বিএ,শ্রীপুর বীর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের সাবেক ভিপি আহসান উল্লাহ,মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো:জাহাঙ্গীর আলম খোকন,কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড.আজিজুল হক আজিজ,কাওরাইদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ:হাই বেপারী,গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল হক মাদবর,গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক সদস্য ও বলদীঘাট জেএম সরকার উচ্চ বিদ্যালয়ের সভাপতি কামরুল হাসান মন্ডল,কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হাফিজ উদ্দিন সরকার,কাওরাইদ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মামুন,কাওরাইদ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো:তাইজ উদ্দিন,শ্রীপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো:শারফুল ইসলাম,কাওরাইদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোখলেছুর রহমান,সাবেক ছাত্র লীগ নেতা মাহফুজুর রহমান খান রাজিব,কাওরাইদ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো:চাঁন মিয়া,কাওরাইদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মৃধা,কাওরাইদ ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।