

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরের কুড়ালিয়া মানব কল্যাণ ফাউন্ডেশন মহান বিজয় দিবস ২০২৩ যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করে।দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল সকালে কুড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে পতাকা উত্তলন, শোভাযাত্রা, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা,ও দিনব্যাপী নানা ধরনের খেলাধুলা। মানব কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠাকালীন পরবর্তী সময় থেকে সামাজিক বিভিন্ন সচেতনতা মূলক ও সহযোগিতা মূলক কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এ বছরও মহান বিজয় দিবস পালনের উদ্দেশ্যে দিনব্যাপী ক্রিড়া প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানটি উদ্ধোধন করেন মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. মাহফুজুল আলম রোমেল। মো. খলিলুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়ালিয়া বড়বাড়ীর কৃতিসন্তান দানবীর লুৎফুল আজম রানা। এ সময় উপস্হিত ছিলেন মানব কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিশিষ্ঠ আইনজীবি এ্যাডভোকেট মতিয়ার রহমান, কুড়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, কুড়ালিয়া বড়বাড়ির কৃতিসন্তান তাসিফ হাসান খান, ইউপি সদস্য আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা আ. হালিম, বীর মুক্তিযোদ্ধা চন্দ্রনাথ রবিদাস, কুড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাফিজুর রহমান হাবলু সহ শিক্ষক, বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজসেবক, এলাকার গন্যমান্য ব্যাক্তিগন।
দিনব্যাপী ক্রিড়া প্রতিযোগিতা শেষে সন্ধায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানব কল্যাণ ফাউন্ডেশনের তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মনির।