

মাসুদ হোসেন খান :
মাদারীপুরের কালকিনিতে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার(১৯ ডিসেম্বর ) রাতে উপজেলার এনায়েত নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবক কালকিনি উপজেলার এনায়েত নগর ইউনিয়নের ইছাগুড়া গ্রামের মোঃ বায়েজীদ বেপারীর ছেলে মোঃ আলীম বেপারী।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়,গ্রেফতারকৃত আলীম বেপারী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যাবসা পরিচালনা করে আসছিল।এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে হাতেনাতে তাকে আটক করে কালকিনি থানা পুলিশের একটি চৌকস দল।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ নাজমুল হাসান জানান,মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার এনায়েতনগর ইউনিয়নে অভিযান চালিয়ে ২২০ পিস ইয়াবা সহ আলীম বেপারী নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।তার বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করে আজ বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি নাজমুল হাসান।