

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রেস ক্লাব ভবনে নবর্বিাচিত কমিটির ১৩ জন সদস্য এ শপথ গ্রহণ করেন। কার্যকরী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান কবি, লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন।
শপথ গ্রহণকারীরা হচ্ছেন- সভাপতি মোঃ আবুল কাশেম, সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, সহ-সভাপতি মাহাবুর হোসেন, সহ-সাধারণ সম্পাদক ওবাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরিফ খান, কোষাধক্ষ্য আইয়ুব খান, প্রচার সম্পাদক মিলন শেখ, আইন বিষয়ক সম্পাদক মানিক মিয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক রতন হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক এস.এম দুর্জয়, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, রোকুনুজ্জামান খান, মোসলে উদ্দিন খান (বাবুল)।
এসময় গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা কবি, লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ আলাউদ্দিন।
অনুষ্ঠানে ক্লাবের আইন বিষয়ক সম্পাদক মানিক মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহমেদ, ওয়ান ব্যাংকের ডি.এম.ডি জিয়াউল হায়দার ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।