রিপোর্টার , সমরেশ রায় ও সম্পা দাস , কলকাতা:
আজ ২৩ শে ডিসেম্বর শনিবার, ঠিক দুপুর দুটোয় ,কলকাতার জগৎ মুখার্জি পার্কে, সংবেদনের পরিচালনায় এবং সুমিত সাহার উদ্যোগে, ১০০ জন প্রবীণ নাগরিককে সান্তাক্লজ সাজিয়ে, ৩০০ জন পথ শিশুর হাতে বড়দিন উপলক্ষে ,উপহার সামগ্রী তুলে দিলেন। আজকের দিনটিকে ২৫শে ডিসেম্বর হিসাবে পালন করলেন, প্রবীণ ও পথশিশু এবং প্রতিবন্ধকতা মানুষদের নিয়ে, একটি সুন্দর মনোময় অনুষ্ঠানের মধ্য দিয়ে । যাদের কেউ থাকতেও নাই, আবার কেউ প্রতিবন্ধকতায় আবদ্ধ, আবার কেউ পথেই জীবন অতিবাহিত করে, যাদের জীবনটাই ফুটপাতের মধ্যে, তাদেরকে কিছুটা আনন্দ দিয়ে আজকের এই বড় দিনটি পালন করলেন সংবেদনের কর্ণধার সুমিত সাহা,
সংবেদন কে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্বেচ্ছাসেবী ও ইনস্টিটিউট, যাহারা সব সময় এই প্রতিষ্ঠানের পাশে থাকেন,
সুমিত বাবু জানান, বড়দিন পালন করি আমরা, কিন্তু কখনো বাড়ির বয়স্কদের কথা মনে করি না , সেই মুহূর্তে ভুলে যাই, তারা একাকী হয়ে পড়ে ,শুধু তারাই নয় পথ চলতি ফুটপাতে থাকা ছোট ছোট শিশুরা ও প্রতিবন্ধী ভাই বোনেরা, যারা আনন্দ থেকে অনেক দূরে, তাই তাদের উদ্দেশ্যেই আজকের এই ছোট্ট অনুষ্ঠান, ও কিছুটা সময় আনন্দ দেওয়া, তাই আজ সকলের সহযোগিতায় এই জগত মুখার্জি পার্কে আমার আয়োজন যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের কাছে আমি চির কৃতজ্ঞ। কারণ সহযোগিতা না পেলে, কখনোই একার পক্ষে করা সম্ভব নয়, আমি নিমিত্ত মাত্র।
তাই আজ সুমিত বাবু প্রবীনদের দিয়ে ছোট ছোট শিশুদের হাতে বিভিন্ন খাবার সামগ্রী তুলে দিলেন, শুধু তাই নয় প্রবীনদেরকেও সম্বর্ধনা দিলেন সামান্য উপহার দিয়ে এবং উপস্থিত অতিথিদের
ও, অনুষ্ঠান শেষে একটি কেক কাটার মধ্য দিয়ে যীশু খ্রীষ্ট কে স্মরণ করলেন এবং সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানালেন।