মতিন গাজী (স্টাফ রিপোর্টার):
যশোর-৪ (অভয়নগর, বসুন্দিয়া বাঘারপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এনামুল হক বাবুল উপজেলার নওয়াপাড়া পৌরসভার নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে উপজেলার সব ইউনিয়নের নেতা কর্মীদেরকে নিয়ে গণ সংযোগ করেছেন। শনিবার দুপুরের পর থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সাথে নিয়ে সরকারের উন্নয়ন তুলে ধরেন সকলের কাছে।তিনি বলেন নৌকা মার্কায় ভোট দিলে শেখ হাসিনার হাত শক্তিশালী ও দেশ উন্নত হবে।উন্নয়নের মাধ্যমে দেশকে আরো আধুনিকায়ন ও উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে হবে।এ আসনের প্রতিটি অঞ্চলে উন্নয়ন ঘটানো হবে।আলোচনা সভায় যশোর জেলা পরিষদের সদস্য আব্দুর রউফের সঞ্চালনায়।সভায় বক্তব্য রাখেন,নৌকার প্রার্থী এনামুল হক বাবুল। এ সময় তিনি বলেন, জননেত্রী আমাকে নৌকা মার্কা দিয়েছেন, আমরা সকলে মিলে তার সম্মান রক্ষা করবো। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, সিনিয়র সহ- সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর,কেন্দ্রীয় ছাএলীগের সাবেক সহ-সম্পাদক ও যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ, রাজঘাট শিল্পাঞ্চল শাখার সাধারণত সম্পাদক রবীন অধিকারি ব্যাচা, নির্বাচন পরিচালনা প্রধান সমন্বয়কারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোল্লা আনোয়ার হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আসলাম হোসেন বিশ্বাস,১ নং ওয়ার্ড কাউন্সিলর তানভীর হোসেন তানু,সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা সভাপতি,সাধারণত সম্পাদক সহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।