ভালুকা উপজেলা প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ময়মনসিংহ -১১ ভালুকা আসনের নৌকার প্রার্থী আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু কে বিজয়ী করার লক্ষ্যে ভালুকায় অটো টেম্পু শ্রমিকলীগের উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সন্ধায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, পরিবহন মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক যু্গ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, উপজেলা অটো টেম্পু শ্রমিকলীগের সভাপতি আব্দুল লতিফ , শ্রমিক ইউনিয়ন ভালুকা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক,উপজেলা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী খোকন মিয়া প্রমুখ। এছাড়াও এময় অটো টেম্পু শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দুই হাজার দুস্থ্য ও সাধারণ মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।