

শরিফ সিকদার, কাপাসিয়া
বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি আলম আহমেদ এর পক্ষে ১০ ছাত্রনেতা প্রচারণা নেমেছে। গত ২৪ ও ২৫ ডিসেম্বর কাপাসিয়া উপজেলার বিভিন্ন নির্বাচনী সভায় বক্তব্য রাখেন।
১০ ছাত্রনেতার মধ্যে রয়েছে জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভিপি ও গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আইন উদ্দিন, বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয় শাখার সাবেক সভাপতি কাপাসিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক রুহুল আমিন, কাপাসিয়া ডিগ্রি কলেজ সাবেক ভিপি ও উপজেলা আওয়ামী লীগের নেতা মাহাবুবুল আলম বাবলু,কাপাসিয়া ডিগ্রি কলেজ সাবেক ভিপি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুল হক চৌধুরী আইয়ুব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিসুর রহমান আরিফ, কাপাসিয়া ডিগ্রি কলেজ ছাত্র সংসদ সদস্য জানি আলম কনক, সাংস্কৃতিক সম্পাদক রুহুল আমিন, সহ ক্রীড়া সম্পাদক দীপক মজুমদার খোকন, কাপাসিয়া উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাহিরুল ইসলাম রুবেল, কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম দর্জি।
ঈগল মার্কার আলম আহমেদ আজ ২৫ ডিসেম্বর সোমবার ঘাগটিয়া ইউনিয়ন ও সনমানিয়া ইউনিয়নের বিভিন্ন স্হানে গণসংযোগ শেষ সনমানিয়া বাজারে হাট সভা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আবদুল রশিদ সরকার, হাবিবুর রহমান আকন্দ, জিয়াউল হক নাসির,মজিবুর রহমান আঙুর,আজম সরকার,মনির হোসেন, শাকিল হাসান প্রমুখ।
আমল আহমেদ বলেন, আমি আপনাদের লোক, কাপাসিয়া মানুষের কর্মসংস্হানের কথা ভেবে আমার এলাকায় গারমেন্স স্হা করেছি। ইনশাআল্লাহ বিজয় লাভ করলে আরো বেশি বেশি কাজ করবো।