সাফিউল ইসলাম রকি মান্দা উপজেলা প্রতিনিধি:
নওগাঁর মান্দায় মাঠজুড়ে এখন সরিষা ফুলের হলুদ সমারোহ। মাঠের পর মাঠ সরিষার হলুদ ফুলে ভরে উঠেছে। তাই মাঠে মাঠে এখন চলছে মধু সংগ্রহের কাজ। শীতকালীন শস্য সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌ চাষিরা ।
নওগাঁ জেলার মান্দা উপজেলার ভরশোঁ ইউনিয়নে ফসলের মাঠে গিয়ে এমন চিত্রই দেখা গেছে। সরিষা খেতের পাশেই বসানো হয়েছে মৌ চাষের বাক্স। এসব সরিষার ফুলে ঘুরে ঘুরে মধু সংগ্রহ করছে মৌমাছির ঝাঁক। সংগৃহীত মধু নিয়ে জমা করছে খেতের পাশেই স্থাপিত মৌ-বাক্সে।
মাদারীপুর জেলার মৌ খামারি হালান সরদার জানান, তিনি প্রায় ১২ বছর ধরে এই পেশায় আছেন। তারা প্রতি বছর নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় তে আসে মধু চাষ করতে এ বছর আমরা মান্দা উপজেলাতে এসেছি ।
এখানে প্রায় ২৫০ টিরও অধিক মৌ বক্স আছে। আকার ভেদে একটি বাক্সে ১০ থেকে ২০ কেজি পর্যন্ত মধু পাওয়া যায়। আর প্রতি কেজি মধু বিক্রি করা হয় ৩৫০ থেকে ৪০০ টাকা দরে । তিনি এই খামার থেকে প্রতি বছরে ২ থেকে ৩ লক্ষ টাকা লাভ করে।
তিনি আরো বলেন এই বছর ঘন কুয়াশা না হওয়ার কারণে আমাদের মাথায় হাত পড়েছে প্রতিবার আমরা ১০০ থেকে ১৫০ মন মধু উৎপাদন করে থাকি এবছর মাত্র ৪ মন মধু উৎপাদন করতে সক্ষম হয়েছে আমরা তাই বছর আমরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছি ।
মৌ চাষের যদি সরকার আমাদের জন্য কোন ব্যবস্থা করে তাহলে আমরা আরো সচ্ছলভাবে বড় পরিসরে মধু চাষ করতে পারব ।