

মতিন গাজী(স্টাফ রিপোর্টার):
যশোরের অভয়নগরে খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাঘারপাড়া, বসুন্দিয়া ও অভয়নগরের সকল ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়বৃন্দের আয়োজনে সোমবার (২৫ ডিসেম্বর) সকালে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক সম্মেলন প্রস্তুত কমিঠির আহ্বায়ক মঈনুর জহুর মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর—৪ (অভয়নগর—বাঘারপাড়া—বসুন্দিয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল।
সহকারী অধ্যাপক সমীর বিশ^াসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল গণি মোড়ল, সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক কৃতি ফুটবলার মনিরুজ্জামান মনি। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী ইসলাম রাজন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, হাফেজ মেজবাহ উদ্দিন হীরক, গীতা পাঠ করেন দীলিপ কুমার দাস। উল্লেখ্য যে সম্মেলনে ২০টি ক্রীড়া সংগঠনের খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।